Logo

আন্তর্জাতিক    >>   আসাদকে সর্বোচ্চ নিরাপত্তায় রাশিয়া ফিরিয়ে এনেছে: রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী

আসাদকে সর্বোচ্চ নিরাপত্তায় রাশিয়া ফিরিয়ে এনেছে: রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী

আসাদকে সর্বোচ্চ নিরাপত্তায় রাশিয়া ফিরিয়ে এনেছে: রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে রাশিয়ায় চলে গেছেন বলে জানা গেছে। রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রায়াবকভ এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (১১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই খবর প্রকাশিত হয়।

সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠী দামেস্কে প্রবেশ করলে বাশার আল-আসাদ ব্যক্তিগত উড়োজাহাজে করে দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয় নেন। রাশিয়া ও ইরান, আসাদের দুই প্রধান মিত্র দেশ, দীর্ঘ ১৩ বছর ধরে তার ক্ষমতায় টিকে থাকার পেছনে বড় ভূমিকা রাখে। এই সময়ের মধ্যে পশ্চিমা দেশগুলো তাকে পদত্যাগ করতে আহ্বান জানায়, কিন্তু তিনি তা অগ্রাহ্য করেন।

এর আগে সোমবার ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়, তারা বাশার আল-আসাদ ও তার পরিবারকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রায়াবকভ বিষয়টি নিশ্চিত করেন এবং জানান, 'তিনি এখন সম্পূর্ণ নিরাপদ।' রাশিয়া প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নিয়েছে।

আসাদকে রাশিয়ায় নিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন উঠলে রায়াবকভ বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ আদালত দ্বারা চালু করা গ্রেফতারি পরোয়ানা রাশিয়ার সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো সংশ্লিষ্টতা নেই।’ সিরিয়ার পরিস্থিতির কারণে রাশিয়া প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

বাশার আল-আসাদের পতনের তিন দিন পর সিরিয়ার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ আল-বশির। বিদ্রোহী গোষ্ঠীর সমর্থন রয়েছে তার প্রতি।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert